skip to content
Monday, June 10, 2024

skip to content
HomeBig newsবিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, ‘ইন্ডিয়া’ জিতলে কেজরিওয়ালের ১০ গ্যারান্টি
Arvind Kejriwal

বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, ‘ইন্ডিয়া’ জিতলে কেজরিওয়ালের ১০ গ্যারান্টি

আমি গ্যারান্টি দিচ্ছি, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর আমি এই প্রতিশ্রুতি পালন নিশ্চিত করব

Follow Us :

নয়াদিল্লি: জামিনে মুক্তি পেয়েই নির্বাচনী প্রচার জমিয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। চলতি লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024) ইন্ডিয়া জোটকে (INDIA Bloc) জেতানোর বিনিময়ে ১০টি গ্যারান্টি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। রবিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক দেশজুড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা, দিল্লিতে বিনামূল্যে শিক্ষা এবং দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। চীন অধিকৃত জমিও ফেরত আনার গ্যারান্টি দিলেন তিনি।

কেজরিওয়াল এদিন বলেন, “আজ আমরা লোকসভা নির্বাচনের জন্য ১০টি গ্যারান্টি দিচ্ছি। আমার গ্রেফতারির জন্য দেরি হয়ে গিয়েছে তবে এখনও নির্বাচনের অনেক দফা বাকি আছে। আমি গ্যারান্টি দিচ্ছি, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর আমি এই প্রতিশ্রুতি পালন নিশ্চিত করব।”

আরও পড়ুন: ভোটের হার নিয়ে প্রশ্ন তোলায় খাড়্গেকে দুষল নির্বাচন কমিশন

কেজরিওয়ালের ১০টি গ্যারান্টি কী কী:

১) দেশজুড়ে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, প্রথম ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে।

২) সবার জন্য শিক্ষা, সরকারি স্কুলগুলিকে বেসরকারির থেকে ভালো করে তোলা।

৩) বেসরকারি হাসপাতালের সমমানের চিকিৎসা এবং পরিকাঠামো সরকারি হাসপাতালে গড়ে তোলা।

৪) চীন যে জমি অধিকার করেছে তা পুনর্দখল।

৫) নরেন্দ্র মোদি সরকারের অগ্নিবীর প্রকল্প বন্ধ করা।

৬) কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য।

৭) দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা।

৮) প্রতি বছর দুই কোটি কর্মসংস্থান তৈরি করা।

৯) দুর্নীতিগ্রস্তদের নিরাপদ আশ্রয় দেওয়ার নীতি দূর করা, দেশকে দুর্নীতির হাত থেকে মুক্তি দেওয়া।

১০) জিএসটির সরলীকরণ, চীনের ব্যবসায়িক ক্ষমতা ছাড়িয়ে যাওয়া।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular